বরগুনা জেলার তালতলী উপজেলার 04 নং শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারী প্রাথমিক বিধ্যালয় একটি অন্যতম প্রতিষাঠান। এখানে প্রধান শিক্ষক জনাব বিনয় চন্দ্র ঢালি। এছাড়াও সুভাস চন্দ্রন শীল,কবিতা ম্যাডাম রয়েছে।এখানে ছাত্র ছাত্রির সংখ্যা প্রায় 150 জন। শিক্ষার মান খুবই ভাল। শিক্ষকরা ছাত্র ছাত্রিদের সাথে ভাল আচারন করেন। পিতার ও মায়ের মত করে তাদের শিক্ষা দেন। ্্রখানে একটি বর মাঠ রয়েছে।এখানে ক্রিকেট,ফুটবল,বলিবল সহ বিভিন্ন খেলার সরঞ্জাম রয়েছে।পাশে মসজিদ রয়েছে।বিদ্যুৎ আছে।
ছবি | নাম | মোবাইল নং | ই-মেইল |
---|
200
খুবই ভালো
প্রতি বছর ভালো রেজাল্ট করে।পড়া লেখার ব্যাপক উন্নতি হয়।
আরো ভালো রেজাল্ট করা। ছাত্র ছাত্রির সংখ্যা বারানো।
কচুপাত্রা বাজারের দক্ষিন দিকে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস